তৃণমূলে যোগদান করল বিজেপির মহিলা নেত্রী

tmc-vs-bjp-1609482776

দিনহাটা: বিজেপির মহিলা নেত্রী গীতা রায় সরকার সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করল। সোমবার গীতার নেতৃত্বে বিজেপি দলের ওই কর্মী সমর্থকরা দিনহাটার সংহতি ময়দান সংলগ্ন এলাকায় তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা।
উপস্থিত ছিলেন তৃণমূলের শহর ব্লক সভানেত্রী রূপা দেব, মহিলা তৃণমূলের দিনহাটা এক বি ব্লক সভাপতি ডালিয়া চক্রবর্তী সহ অনেকেই। তৃণমূল নেত্রী ডালিয়া চক্রবর্তী জানিয়েছেন, গীতা রায় সরকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় গোসানিমারি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় দল আরো শক্তিশালী হলো।
সেই সাথে দলের মহিলা সংগঠন ও আরো শক্তিশালী হলো। এদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, গীতা সহ বেশ কয়েকজনকে জোর করে দলবদল করানো হয়েছে। দলের জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন,”গীতা সহ বেশ কয়েকজন দলীয় কাজে এসডিও অফিসে যাওয়ার সময় তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে আটকে জোর করে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়।
মানুষ এদের উপযুক্ত জবাব দেওয়ার অপেক্ষায় রয়েছে। তৃণমূল বুঝে গিয়েছে আগামী নির্বাচনে রাজ্যের মানুষ তাদেরকে বিসর্জন দেওয়ার অপেক্ষায় রয়েছে। তাই জোর করে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের থেকে শুরু করে বিরোধীদলের কর্মী সমর্থকদের হাতে পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে। এবারের নির্বাচনের মধ্য দিয়ে সেই ফল হাতে নাতে পাবে তৃণমূল নেতৃত্ব।
মহিলা তৃণমূল নেত্রী তথা কোচবিহার জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বিজেপি নেত্রী গীতা সহ বেশ কয়েকজন স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেন। বিজেপি নেতারা বুঝে গিয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই দলবদল নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে উন্নয়নের নিরিখেই ইভিএম এর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে ছুড়ে দেবে।

About Author

Advertisement