দিনহাটা: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হল। বৃহস্পতিবার দলের মহকুমা কার্যালয় অলোক নন্দী ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি এদিন দিনহাটা দুই ব্লকের নয়ারহাটে কেক কাটা থেকে শুরু করে নানা অনুষ্ঠান হয়। দিনহাটার বিভিন্ন এলাকায় দলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী,দলের শহর ব্লক সভাপতি বিশু ধর, সহ সভাপতি সাবির সাহা চৌধুরী, এসসি সেলের শহর ব্লক সভাপতি হীরালাল দাস,দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, আজিজার রহমান,মহিলা তৃণমূলের শহর ব্লক সভাপতি রুপা দেব, শ্রমিক সংগঠনের স্বরূপ লক সভাপতি নৃপেন দেবনাথ, যুব তৃণমূলের পার্থ সাহা, আমির আলম প্রমূখ। এদিন প্রতিষ্ঠা দিবসে দিনহাটার বিভিন্ন এলাকায় দলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ আগামী বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এখন থেকেই কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য শপথ নেওয়ার কথা উল্লেখ করেন।









