কলকাতা: আধুনিক হোমিওপ্যাথির মাধ্যমে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ২৫ বছরের সফল পথচলা সম্পূর্ণ হওয়ায় ড. বাত্রাজ® হেলথকেয়ার কলকাতায় এক বর্ণিল রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে মিন্টো পার্ক-স্থিত ক্লিনিকে চুল ও ত্বকের জন্য উন্নত হোমিওপ্যাথিক এবং আন্তর্জাতিক মানের নান্দনিক চিকিৎসাসেবার সূচনা করা হয়, যা বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, নন-ইনভেসিভ এবং ব্যথাহীন।
অনুষ্ঠানে খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ও বিজেপির রাজ্য সহ-সভাপতি ড. মধুচন্দা কর এবং ড. বাত্রাজ®-এর প্রতিষ্ঠাতা ও মাননীয় সভাপতি পদ্মশ্রী ড. মুকেশ বাত্রা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্বও অনুষ্ঠানে অংশ নেন।
এই উপলক্ষে ড. বাত্রাজ® তাদের নতুন স্কিন-এস্থেটিকস চিকিৎসা ‘এক্সোডার্মা’ উন্মোচন করেন, যা হোমিওপ্যাথি ও এক্সোসোম প্রযুক্তির সমন্বয়। এই চিকিৎসা হাইপারপিগমেন্টেশন, সূক্ষ্ম রেখা এবং বয়সজনিত ত্বক-সমস্যার সমাধানে সহায়ক বলে জানানো হয়, যার ফল মাত্র তিনটি সেশনের মধ্যেই দৃশ্যমান হতে পারে।
চুল পড়ার সমস্যার জন্য ‘এক্সোজেন অ্যাডভান্স’ নামের চিকিৎসাও উপস্থাপন করা হয়, যা ভারতের প্রথম এক্সোসোম-ভিত্তিক কেশ-পুনর্জন্ম চিকিৎসা হিসেবে বিবেচিত। এটি নিষ্ক্রিয় হেয়ার-ফলিকলকে সক্রিয় করে স্বাভাবিকভাবে চুলের পুনরুদ্ধারে সহায়তা করে এবং পুরুষ-নারী উভয়ের জন্যই উপযোগী।
এছাড়াও, ড. বাত্রাজ® শ্বাসতন্ত্রের রোগ, অ্যালার্জি, ডায়াবেটিস, স্থূলতা, মানসিক স্বাস্থ্য ও পিসিওএস-এর মতো সমস্যার জন্য বিশেষভাবে উপযোগী ব্যক্তিনির্ভর চিকিৎসা প্রদান করে থাকে।
ড. মধুচন্দা কর বলেন, এ ধরনের নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা কলকাতাকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। একই সাথে পদ্মশ্রী ড. মুকেশ বাত্রা কলকাতাকে ভারতের হোমিওপ্যাথির অন্যতম কেন্দ্র হিসেবে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।








