টোটোপাড়া পরিদর্শনে রাজ্যপাল

IMG-20250312-WA0245

সীমান্ত এলাকার মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু আলিপুরদুয়ারে টোটোপাড়া আদিবাসী গ্রামগুলি ঘুরে দেখেন। প্রত্যন্ত গ্রামগুলিতে স্বনির্ভরতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, সুষম জীবিকা এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে মাননীয় রাজ্যপাল তাঁদের কষ্ট কমানোর জন্য নিরবচ্ছিন্ন প্রশাসনিক সহায়তার আশ্বাসও দেন।


মঙ্গলবার রাজ্যপালের এই সফরকালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সুধীর কুমার আইজি এসএসবি, হৃষিকেশ শর্মা, ডিআইজি, বিজয় সিং, কমানড্যান্ট ৫৩ বিএন এসএসবি সিমলাবারি-ফলাকাটা। এরপর রাজ্যপাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং এসএসবি-র নাগরিক পদক্ষেপ সংক্রান্ত প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়াও এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।

মূলত এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে ছিল টোটো, নেপালি, ভুটানিজ এবং আসুর নাচ। এছাড়াও মনকাড়া পারফরম্যান্স দেখায় এসএসবি ব্যান্ড।

এদিনের এই সফরে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য ‘শস্ত্র সীমা বল’ পরিচালিত ‘ মাশরুম চাষ, মৌমাছি পালন এবং ইলেকট্রিক ওয়েল্ডিং’ প্রশিক্ষণ কর্মসূচির সুবিধাভোগীদের শংসাপত্র প্রদান করেন রাজ্যপাল।

About Author

Advertisement