ছয়টি ভলভো স্লিপার বাস চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে

IMG-20260118-WA0026

কোচবিহার: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছয়টি ভলভো স্লিপার বাস চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে।
শুক্রবার শিলিগুড়ি থেকে ছয়টি ভলভো স্লিপার বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই উপলক্ষে কুচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থান সেন্ট্রাল বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কুচবিহারের জেলাশাসক রাজু মিশ্র, জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কৃষক সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া ছাড়াও সংস্থার আধিকারিকরা।
এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, নিগমের পরিবহণে এ ধরনের পরিষেবা এই প্রথম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই স্লিপার ভলভো বাসগুলি কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা থেকে চলবে। তবে গাড়িগুলি কোন রুট দিয়ে চলাচল করবে বা সময়সূচি কী হবে বা যাত্রীদের কত ভাড়া দিতে হবে সে বিষয়ে অবশ্য পরে জানানো হবে। এদিন মুখ্যমন্ত্রী হাত ধরে বাশ গুলির উদ্বোধনের সময় আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছিলাম।
ইতিপূর্বে রিভলভিং সিটে বসে যাওয়ার ভলভো কয়েকটি বাস প্রথম চালু হওয়ার সময় নিগমের তরফে বেশ কিছুদিন ছাড় দেওয়া হয়েছিল। এবার সেরকমই নতুন বাসগুলির ক্ষেত্রে ছাড় থাকবে বলে নিগম সূত্রে খবর।নিগমের কাছে প্রায় ৭০০ বাস রয়েছে। এর মধ্যে দৈনিক গড়ে ৫৫০ থেকে ৬০০টি বাস চালানো হয়। পরিষেবার উন্নতির জন্য এর আগে ৩০টি সিএনজি বাস কিনেছে নিগম। খুব শীঘ্রই আরও ৬০টি বাস আসবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।
পাশাপাশি কয়েক মাস আগে প্রথমবার ছয়টি ভলভো বাসও চালু হয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে দিঘাগামী বাসগুলিতে সেভাবে যাত্রী না মেলায় সেগুলি বর্তমানে শিলিগুড়ি থেকে ভায়া কলকাতা হয়ে দিঘা যাতায়াত করছে। ফলে স্লিপার বাসগুলির জন্য কত যাত্রী পাওয়া যাবে, তা নিয়েও সংশয় থাকছেই। যদিও চেয়ারম্যান জানিয়েছেন, গত ডিসেম্বরে তাদের ট্রাফিক রেভেনিউ ১৬ কোটি ৩৯ লক্ষ টাকায় পৌঁছেছে। যা নিগমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই বাসগুলি পথে চলাচল শুরু করলে যাত্রীদের স্বাচ্ছন্দ যেমন বাড়বে তেমনি নিগমেরও আয় বাড়বে।

About Author

Advertisement