চুরি করতে ব্যর্থ দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগাল, সব সামগ্রী পুড়ে ছাই

144-Parable-of-Burning-House-fire-2946038_1920-from-Pixabay-1400px

বারাসাত(উত্তর ২৪পরগনা): দত্তপুকুর থানার পূর্বাচল এলাকায় নতুন বছরের রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢোকার পরে যখন কোনো দামী জিনিসপত্র হাতে পেল না, তখন দুষ্কৃতীরা রাগে পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, বাড়ির মালিক গোপালচন্দ্র দাস নতুন বছরের উপলক্ষে নিজের মেয়ের বাড়ি, বেহালায় গিয়েছিলেন। শুক্রবার ভোরে প্রতিবেশীরা ফোন করে জানান যে তাঁর বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, বাড়ির দরজার গ্রিল কাটা এবং তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।
চোরেরা বাড়িতে নগদ টাকা6 বা গয়না না পেয়ে টিভি, ফ্রিজ, এসি ও ফার্নিচার-সহ পুরো বাড়িতেই আগুন লাগিয়ে দেয়। ভুক্তভোগীর মেয়ে জয়িতা দত্ত জানান, কেবল চুরি করার মতো কিছুই না পাওয়াতেই দুষ্কৃতীরা আগুন ধরিয়ে যায়।
দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পরে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশি টহলের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন, গভীর রাতে বাইরের লোকজন ও বাইক আরোহীদের আনাগোনা বেড়েছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদবও টহল বৃদ্ধি করার দাবি জানিয়েছেন। এদিকে দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

About Author

Advertisement