কালিম্পং: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিষ্ট আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে কালিম্পংস্থিত শ্রী কৃষ্ণ প্রণামী ধর্মসভা, শাখা–১৭ কর্তৃক আয়োজিত স্বর্ণজয়ন্তী মহোৎসব, ৫১ পারায়ণ এবং শ্রী কৃষ্ণ প্রণামী সৎসঙ্গ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংসদ জানান যে, নবনির্মিত সৎসঙ্গ ভবন ভবিষ্যতে এখানকার আধ্যাত্মিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করে তুলবে। এই পবিত্র অনুষ্ঠানে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং–গোলেও উপস্থিত ছিলেন।
সাংসদ তাঁর বার্তায় বিশেষ কৃতজ্ঞতা জানান মঙ্গলধাম কালিম্পং-এর পীঠাধীশ্বর পরম পূজ্য গুরুজি ১০৮ শ্রী মোহন প্রিয়াচার্য মহারাজকে, যিনি কথাবাচন, দিব্য উপদেশ ও সাংস্কৃতিক–আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে ভক্তদের উপকৃত করেছেন। একই সঙ্গে তিনি সিঙ্গতাম, সিকিম থেকে আগত শ্রদ্ধেয় শ্রী রোহিত রাজ মহারাজসহ অন্যান্য সন্ত, কথাবাচক ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মহোৎসবের অংশ হিসেবে আয়োজিত বাণী আলোচনা, শ্রীমদ্ভাগবত কথা, ধর্মীয় শিবির এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি নিজে এবং উপস্থিত সকল ভক্ত গভীর আধ্যাত্মিক আনন্দ ও মানসিক শান্তি লাভ করেছেন বলে সাংসদ উল্লেখ করেন।

এই ধরনের পবিত্র ও মহৎ কর্মসূচির মাধ্যমে আধ্যাত্মিক সুখ অনুভবের সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজক কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুনরায় সকল গুরুজন ও আয়োজকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।










