করোনেশন ব্রিজের টেন্ডার নিয়ে সংবর্ধনা জানানো হলো সাংসদকে

IMG-20260105-WA0041

দার্জিলিং: করোনেশন সেতুর আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের প্রতি দার্জিলিং লোকসভা সংসদ সদস্য রাজু বিষ্ট আজ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন সেতুর টেন্ডার প্রক্রিয়া শুরু করাতে পারার উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দারা যে আন্তরিকভাবে স্বাগত ও সম্মান জানিয়েছেন, সে জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, দার্জিলিংয়ের সেভককে এলেনবাড়ির সঙ্গে যুক্ত করতে তিস্তা নদীর ওপর নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য এই সম্মান পেয়েছেন।


সামাজিক মাধ্যমে বিষ্ট জানান, নতুন সেতুটি দার্জিলিং, কালিম্পং, সিকিম, শিলিগুড়ি, ডুয়ার্স অঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু বছর ধরে আমাদের অঞ্চলে চলমান উন্নয়ন ও অবকাঠামোগত ঘাটতি এখন দ্রুত পূরণ হচ্ছে।

About Author

Advertisement