কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল

congress-parliamentary-party-chairperson-sonia-gandhi-turns-78

নয়াদিল্লি: কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সূত্র জানিয়েছে যে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তাঁকে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
হাসপাতালের এক সূত্র ‘পিটিআই-ভাষা’-কে জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের মতে, তিনি দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন এবং বিশেষত দিল্লিতে বাড়তে থাকা দূষণের কারণে তিনি সময়ে সময়ে পরীক্ষার জন্য হাসপাতালে আসেন।
সূত্র আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখযোগ্য যে, সোনিয়া গান্ধী ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁর ৭৯-তম জন্মদিন উদ্‌যাপন করেছিলেন।

About Author

Advertisement