এসআইআর গণতন্ত্রের সংগঠিত ভোট চুরির হাতিয়ার: রাহুল গান্ধী

6969db6ce8953-rahul-gandhi-134003996-16x9

নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) নিয়ে গুরুতর আপত্তি জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একে ভারতীয় গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে উপস্থাপিত এসআইআর বাস্তবে সুপরিকল্পিত ও কৌশলগত ভোট চুরির উপায়ে পরিণত হয়েছে।
রাহুল গান্ধী বলেন, গুজরাটে এসআইআরের আওতায় একই নাম ও পরিচয় ব্যবহার করে হাজার হাজার আপত্তি দাখিল করা হয়েছে, যা এই প্রক্রিয়ার নির্দেশিত হওয়ার ইঙ্গিত দেয়। তাঁর মতে, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী এবং কংগ্রেস-সমর্থিত এলাকাগুলির ভোটারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, যেখানে বিজেপির নির্বাচনী ক্ষতির আশঙ্কা থাকে, সেখানেই ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাহুল গান্ধীর দাবি, একই প্যাটার্ন আগে আলন্দ ও রাজুরায় প্রয়োগ করা হয়েছিল, আর এখন গুজরাট, রাজস্থানসহ অন্যান্য রাজ্যে তা পুনরাবৃত্তি করা হচ্ছে।
কংগ্রেস নেতা নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন। তাঁর বক্তব্য, গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করার বদলে কমিশন হয় নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে, নয়তো এই প্রক্রিয়ার অংশ বলে মনে হচ্ছে। তিনি এসআইআরে স্বচ্ছতা, প্রভাবিত ভোটারদের পূর্ণ সুযোগ দেওয়া এবং স্বাধীন নজরদারির দাবি জানান।
রাহুল গান্ধী সতর্ক করে বলেন, যদি ভোটার তালিকায় কারসাজি বন্ধ না হয়, তবে এর প্রভাব শুধু রাজনৈতিক দলগুলির ওপরই নয়, গোটা ভারতীয় গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতার ওপর পড়বে।

About Author

Advertisement