উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে পাপিয়া

Screenshot_20260119_210340_Facebook

শিলিগুড়ি: লক্ষ্মী পাঁচালীর সুরে বাংলার মা-বোনেরা একসাথে গত ১৫ বছরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-ভূমি-মানুষ সরকারের সাফল্যের কাহিনী তুলে ধরছেন।
বাংলার উন্নয়নের পাঁচালীর প্রচারে দার্জিলিং জেলার লোয়ার বাগডোগরা অঞ্চলে পাপিয়া ঘোষ বাড়ি বাড়ি গিয়ে মানুষদের কাছে পৌঁছছেন। তিনি বলেন, আমাদের দরকার মানুষের উন্নয়ন, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ধরনের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর ৬৪টি প্রকল্প মানুষের কর্মসংস্থান বাড়াতে এবং ভবিষ্যতে তাদের কাজকে স্থায়ী করতে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এবং মানুষের পাশে থাকতে পছন্দ করেন, তাই তার কথাগুলো মানুষের কাছে অনেকটা কাছে মনে হয়, কিন্তু মানুষকে সেই দিকেই এগোতে হবে।
পাপিয়া ঘোষ বলেন, “সেই জন্যই আমি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালী সম্পর্কে তাদের শোনাচ্ছি এবং এ বিষয়ে তথ্য দিচ্ছী।

About Author

Advertisement