ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনা, অন্তত ১৬ জনের মৃত্যু

blobhttpsweb.whatsapp.comb4bdd32e-b2c6-44aa-998b-ebdae9810f7e-2025-12-22T103833.455-2025-12-aa2cf3346800dc717f2cd9908b7b6e1c

জাকার্তা: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় রবিবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, ৩৪ জন যাত্রী নিয়ে চলা বাসটি টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের একটি প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
তিনি জানান, আন্তঃপ্রাদেশিক ওই বাসটি রাজধানী জাকার্তা থেকে দেশের প্রাচীন রাজকীয় শহর যোগ্যাকার্তায় যাচ্ছিল। ‘সেন্ট্রাল জাভা’-র সেমারাং শহরের ক্রাপিয়াক টোলওয়েতে একটি বাঁকানো অংশে বাসটি উল্টে যায়। বুদিওনো বলেন, “দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে অনেক যাত্রী ছিটকে পড়েন এবং কেউ কেউ বাসের ভেতরেই আটকে যান।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ছয়জন যাত্রীর মরদেহ উদ্ধার করে।
১৮ জনের অবস্থা আশঙ্কাজনক:
বুদিওনোর মতে, আরও ১০ জনকে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। কাছাকাছি দুইটি হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন আহতের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ চ্যানেলে প্রচারিত ভিডিওতে একটি হলুদ রঙের বাস উল্টে থাকতে দেখা যায়, যার চারপাশে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মী, পুলিশ এবং পথচারীরা দাঁড়িয়ে আছেন। ভিডিওতে অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থল থেকে আহত ও মৃতদের নিয়ে যেতে দেখা যায়।
অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা:
সেন্ট্রাল জাভার পুলিশ প্রধান রিবুত হারি উইবোও জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারান। তিনি বলেন, বাসচালক গুরুতর আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে পারছেন। উইবোও বলেন, “আমরা দুর্ঘটনার কারণ তদন্ত করছি এবং আহত চালকের জিজ্ঞাসাবাদ করছি।”

About Author

Advertisement