নয়াদিল্লি: সেনা-সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে পাচারের অভিযোগে পঞ্জাবের এক তরুণকে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশের সিআইডি। ধৃতের নাম প্রকাশ সিং ওরফে বাদল (৩৪)। পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা তিনি। শ্রী গঙ্গানগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি আধিকারিকদের মতে, প্রকাশ গত কয়েকদিন ধরে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। ইতিমধ্যে তিনি সংবেদনশীল সামরিক তথ্য আইএসআইকে পাঠিয়েছেন বলে অভিযোগ। শ্রী গঙ্গানগরের একটি সামরিক এলাকায় ঘোরাফেরা করার সময় প্রকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রকাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির উপরও নজরদারি চালাতেন। তদন্তকারীরা মনে করছেন, রাজস্থান, পঞ্জাব এবং গুজরাটে সেনার যানবাহন, সামরিক স্থাপনা, সীমান্তবর্তী অঞ্চল, সেতু, রাস্তা, রেললাইন ও নতুন নির্মাণ প্রকল্প সংক্রান্ত নানা তথ্য ইতিমধ্যে পাক গোয়েন্দা সংস্থাকে পাঠিয়েছেন প্রকাশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











