অর্জুন কে নিয়ে মুখ খুললেন মালাইকা

IMG-20260114-WA0110

মুম্বাই: একসময়ে বলিউডের ‘পাওয়ার কাপল’ ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। ২০২৪ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। তবে তার পরেও বহু বার তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মলাইকার বাবার মৃত্যু হওয়ার পরে ছুটে গিয়েছিলেন অর্জুন। সেই নিয়েও আলোচনা হয়েছিল। তাঁদের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে কথা বলেছেন মালাইকা। এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মলাইকা বলেন, “আমার মনে হয়, ক্রোধ, আঘাত, এগুলি নির্দিষ্ট কিছু সময় পর্যন্তই সীমিত থাকে। প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। আমরা সবাই মানুষ। রাগের অভিব্যক্তি, মনে আঘাত লাগা, হতাশার নানা রূপ আমরা দেখেছি। সেটাই মানুষের প্রকৃতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্তটা সেরে যেতে থাকে। সময় সব ঠিক করে দেয়।” দীর্ঘ ছয় বছর সম্পর্কে ছিলেন মলাইকা ও অর্জুন। বিচ্ছেদের পরের সমীকরণ কেমন? অভিনেত্রী-মডেল বলেছেন, “আলাদা কিছুই হয়নি। আসলে যা-ই হয়ে যাক, ও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বটেই। তবে সত্যিই আমি আমার অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও বেশি বলতে চাই না। ইতিমধ্যেই এই সব নিয়ে অনেক লেখা হয়েছে।”

About Author

Advertisement