অভিযোগ বিধায়ক শঙ্কর ঘোষের

1750612995749

শিলিগুড়ি: “ঠাকুরনগরে দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকদের যোগসূত্র রয়েছে শাসকদলের সাথেই,” সাংবাদিক বৈঠকে অভিযোগ বিধায়ক শঙ্কর ঘোষের। এদিন তিনি জানান এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে তৃণমূল কংগ্রেস। কোনভাবেই তারা এই দায় এড়িয়ে যেতে পারে না। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা আসলে সব কিছু করতে পারে। তাদের কথা আমরা সব জায়গায় দেখেছি। তাদের কথা নিয়ে আলোচনা হয়েছে। যেটা সমাধান করা কোনভাবেই হতে পারে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার দায় অস্বীকার করতে পারবে না। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে অথচ তৃণমূল কংগ্রেস অন্যকে দায় তুলে দিচ্ছে এটা বিরল। তাই আমরা চাই এই ঘটনাকে সামনে তুলে আনতে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা এবং কিভাবে দায়ী থাকবে সেটা আমাদের কাছে একেবারে স্পষ্ট নয়। আমাদের কাজ এবং আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে মানুষের কাজে সহায়তা করা। এটা এক কথায় হতে পারে না। সাংবাদিক সম্মেলনে শংকর ঘোষ আরো জানান আমাদের প্রত্যেককে সজাগ এবং সচেতন হতে হবে। এবং আগামী দিনে এভাবেই চলতে হবে।

About Author

Advertisement