কলকাতা: সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব—এই সংবিধানিক মূল্যবোধের প্রতি নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানান। তিনি প্রজাতন্ত্র রক্ষায় সম্মিলিত সতর্কতাকে অপরিহার্য বলে উল্লেখ করেন।
‘এক্স’-এ শেয়ার করা এক বার্তায় মুখ্যমন্ত্রী নাগরিকদের সংবিধানে নিহিত মৌলিক নীতিগুলির প্রতি তাঁদের আনুগত্য পুনর্ব্যক্ত করার আবেদন জানান। তিনি বলেন, ভারতের মতো বহুত্ববাদী সমাজে বহুত্ব, অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করা প্রয়োজন।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “স্বাধীনতার মূল্য হলো নিরন্তর সতর্কতা। আজ আমাদের প্রজাতন্ত্র ও আমাদের সংবিধান আমাদের সকলের কাছ থেকে সম্মিলিত সতর্কতা প্রত্যাশা করে।
এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বাধীনতা সংগ্রামী ও সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের সশস্ত্র বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।










