গ্যাংটক: আজ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের গৌরবময় উপলক্ষে, সিক্কিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যপাল ওম প্রকাশ মাথুরের সঙ্গে পালজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্মান লাভ করেন।
এ বিষয়ে সামাজিক মাধ্যমে তথ্য জানিয়ে তিনি বলেন, এই ঐতিহাসিক দিন আমাদের সংবিধানের প্রতি সামষ্টিক বিশ্বাসকে পুনরায় দৃঢ় করে এবং একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ ভারতের ভিত্তি স্থাপনকারী অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর সাহস, ত্যাগ ও দূরদৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।

এই উপলক্ষে সম্মানিত পুলিশ পদকপ্রাপ্ত, সিক্কিম রাজ্য মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং ১৯৭১ সালের যুদ্ধের বীর সেনানীদের মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তাঁদের অনুকরণীয় সেবা, শৃঙ্খলা ও দেশের প্রতি অবিচল অঙ্গীকার সত্যিকারের দেশপ্রেমের চেতনাকে প্রতিফলিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়।

মুখ্যমন্ত্রী আরও জানান, সিক্কিম পুলিশ ও সশস্ত্র বাহিনীর সুসংগঠিত মার্চপাস্ট এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান আরও বর্ণাঢ্য হয়ে ওঠে এবং ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুন্দরভাবে তুলে ধরে।
শেষে মুখ্যমন্ত্রী জাতির অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণ করে সংবিধানের মূল্যবোধ রক্ষার সংকল্পকে আরও দৃঢ় করার এবং একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে একযোগে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।










