২৬ জানুয়ারির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা

gandhi-april-may-2026-republic-day_6a1e6d2353ae5c2d6dbd44ba5868054e

নয়াদিল্লি: ২৬ জানুয়ারি ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ১৯৫০ সালে এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় (প্রজাতন্ত্র দিবস)। এর আগে, ১৯৩০ সালে এই দিনেই ভারত প্রথমবারের মতো পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল। এ ছাড়াও, বিশ্ব ইতিহাসেও এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী।
২৬ জানুয়ারির প্রধান ভারতীয় ঘটনাবলি:~
প্রজাতন্ত্র দিবস (১৯৫০): সংবিধান কার্যকর হয় এবং ড. রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রথম স্বাধীনতা দিবস (১৯৩০): ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করে; ১৯৪৭ সাল পর্যন্ত এই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো।
সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা (১৯৫০): ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়াকে ভারতের সর্বোচ্চ আদালত হিসেবে নতুন রূপ দেওয়া হয়।
জাতীয় প্রতীক ও চিহ্ন: ১৯৫০ সালে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক এবং ১৯৬৩ সালে ময়ূরকে জাতীয় পাখি ঘোষণা করা হয়।
অমর জওয়ান জ্যোতি (১৯৭২): ইন্ডিয়া গেটে যুদ্ধস্মারকের উদ্বোধন করা হয়।
উল্লেখযোগ্য মৃত্যু:~
(১৫৫৬) মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু।
(২০১৫) কার্টুনিস্ট আর. কে. লক্ষ্মণের মৃত্যু।
২৬ জানুয়ারির বিশ্ব ঘটনাবলি:
হংকংয়ে ব্রিটিশ দখল (১৮৪১): হংকংকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ উপনিবেশ হিসেবে ঘোষণা করা হয়।
গুটিবসন্তের টিকা (১৮শ শতক): “প্রতিরোধবিদ্যার জনক” হিসেবে পরিচিত এডওয়ার্ড জেনারের সঙ্গে এই তারিখের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
যুদ্ধ-সন্ধি (১৯৩১, ১৯৩৪): হাঙ্গেরি–অস্ট্রিয়া শান্তিচুক্তি (১৯৩১) এবং জার্মানি–পোল্যান্ডের মধ্যে অনাক্রমণ চুক্তি (১৯৩৪) স্বাক্ষরিত হয়।
ক্লাউস বার্বির গ্রেপ্তার (১৯৮৩): নাৎসি যুদ্ধাপরাধীকে বলিভিয়ায় গ্রেপ্তার করা হয়।
২৬ জানুয়ারি শুধু ভারতের সাংবিধানিক শক্তির প্রতীকই নয়, বরং ঐতিহাসিক সংগ্রাম ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণ পরিবর্তনেরও স্মারক দিন।

About Author

Advertisement