মালবাজার: ডুয়ার্সে আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার রাজা চা বাগান গত রাতে কাজ বন্ধের ঘোষণা করে। কর্তৃপক্ষ আর্থিক ক্ষতি ও কম উৎপাদনের কারণ দেখিয়েছে। নোটিস দেওয়ার পরই তারা এলাকা ছেড়ে চলে যায়। এতে ১,০০০-এর বেশি চা শ্রমিক হঠাৎ করে কাজ হারালেন, যা ডুয়ার্সের চলমান সংকটকে আরও বাড়িয়ে দিল। তাদের পরিবার নিয়ে কোথায় যাবেন তারা ? এবং কিভাবে জীবনযাপন করবেন সেটাও একপ্রকার অনিশ্চিত হয়ে গেল। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় , আগামী দিনে চা শ্রমিকদের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে এবং কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে, এবং কিভাবে সন্তানদের ভবিষ্যৎ তৈরি করবে এটা নিয়েও এক প্রকার অনিশ্চয়তা থেকে গেল। চা শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক বছর ধরে ডুয়ার্সে চলছিল টানাপোড়েন এবার সেটা সামনে চলে আসলো।









