দার্জিলিং: আজ দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিষ্ট প্রয়াত প্রশান্ত তামাংয়ের পরিবারবর্গের সঙ্গে দার্জিলিংয়ের লোয়ার টুংসুং-এ তাঁদের বাসভবনে সাক্ষাৎ করেন এবং তাঁর জীবনসঙ্গিনী মার্থা, কন্যা ও বোনের প্রতি গভীর সমবেদনা জানান।
সামাজিক মাধ্যমে সাংসদ লেখেন, প্রশান্ত তামাং কেবল একজন গায়ক বা অভিনেতা ছিলেন না; তিনি গোরখা যুবসমাজের প্রতীক ছিলেন, যিনি অদম্য সংগ্রাম ও কখনও হার না মানা মনোভাবের মাধ্যমে জাতীয় স্তরে পরিচিতি অর্জন করেছিলেন।
সাংসদ সামাজিক মাধ্যমে আরও বলেন, “প্রশান্তের পদাঙ্ক অনুসরণ করে বহু গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা ও শিল্পী অনুপ্রেরণা পেয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, প্রশান্তকে হারিয়ে আমরা এক মহান আইকনকে হারিয়েছি; তবে তাঁর সঙ্গীত ও শিল্পীসত্তার অবদানের মাধ্যমে তিনি চিরকাল আমাদের মাঝেই বেঁচে থাকবেন।

শেষে সাংসদ প্রশান্তের পরিবারকে নিরন্তর সহযোগিতা ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বদা তাঁদের সঙ্গে থাকার আশ্বাস দেন।









