দিনহাটা: দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের নাজিরহাট, বুড়িরহাট, বাসন্তীরহাট এলাকায় বেশ কয়েক কিলোমিটার এই রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী। এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের নাজিরহাট ১ অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকার, যুব তৃণমূলের অঞ্চল সভাপতি আক্রাম হোসেন, শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি সুরেন্দ্র নাথ বর্মন, দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আমির হোসেন সহ অন্যান্যরা।এলাকায় যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে পথশ্রী প্রকল্পের অধীনে নতুন পাকা রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনায় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি এই কাজ শেষ হলে এলাকার মানুষের চলাচলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে উল্লেখ করেন। জানা গিয়েছে,এই রাস্তাটি নাজিরহাট পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মৈদাম পর্যন্ত বিস্তৃত হবে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি পাকা করার জন্য প্রায় ১ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।










