পশ্চিমবঙ্গ সরকারের বড় প্রশাসনিক পরিবর্তন, বহু জ্যেষ্ঠ কর্মকর্তার নতুন নিয়োগ

750446-nabanna

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর মধ্যে বহু জ্যেষ্ঠ আইএএস ও আইপিএস কর্মকর্তাকে নতুন দায়িত্ব ও অতিরিক্ত প্রভার দেওয়া হয়েছে।
কর্মকর্তা ও প্রশাসনিক সংস্কার বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জনশিক্ষা সম্প্রসারণ ও পাঠাগার সেবা বিভাগের প্রধান সচিব ডঃ রাজেশ কুমার, আইপিএসকে সংশোধনাগার বিভাগের প্রধান সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রন্ধীর কুমারকে কোষাগার ও হিসাব পরিচালক সহ পেনশন, ভবিষ্যৎ তহবিল ও গ্রুপ বীমা পরিচালক-এর অতিরিক্ত প্রভার দেওয়া হয়েছে এবং তাকে স্টেট গেজেটার্স-এর সচিবও করা হয়েছে।
আপালা সেঠকে জনজাতীয় উন্নয়ন বিভাগের বিশেষ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। সুরেন্দ্র গুপ্তকে লোক স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান সচিব পদে থাকতেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন বিভাগের অতিরিক্ত প্রভার দেওয়া হয়েছে। এছাড়াও, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগের সচিব স্মারকী মহাপাত্রাকে জনশিক্ষা সম্প্রসারণ ও পাঠাগার সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
তার পাশাপাশি, পবন কাদ্যাণকে নিবন্ধন ও স্ট্যাম্প রাজস্ব কমিশনার পদে থাকতেই কোষাগার, পেনশন ও ভবিষ্যৎ তহবিল পরিচালক-এর অতিরিক্ত প্রভার দেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে এই পরিবর্তনগুলি জনসাধারণের স্বার্থ এবং প্রশাসনিক দক্ষতা আরও দৃঢ় করার উদ্দেশ্যে করা হয়েছে।

About Author

Advertisement