বিধায়ক ডা. শঙ্কর ঘোষের পক্ষ থেকে নিতিন নবীনকে গেরুয়া শুভেচ্ছা

FB_IMG_1768993617996

শিলিগুড়ি: শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডা. শঙ্কর ঘোষ ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় নিতিন নবীনকে আন্তরিক অভিনন্দন ও গেরুয়া শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ডা. ঘোষ নিতিন নবীনকে সফল কার্যকালের জন্য অনন্ত শুভকামনা জানান এবং তাঁর কার্যকাল যেন সফল, অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় হয়, এই মঙ্গলকামনা ব্যক্ত করেন।

About Author

Advertisement