বাবা–ছেলেসহ তিনজন গ্রেপ্তার
দার্জিলিং: দার্জিলিং জেলা পুলিশ মাদকবিরোধী ‘শূন্য সহনশীলতা’ অভিযানের আওতায় বড় সাফল্য অর্জন করেছে। পুলিশের অভিযানে বাবা ও ছেলেসহ তিনজন মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন খোরিবাড়ির বাসিন্দা মোহাম্মদ শাহিদ, তাঁর ছেলে মোহাম্মদ সামদ এবং উমেশ রায়। তিনজনই খোরিবাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খোরিবাড়ি থানার অধীনে পানিট্যাংকি পুলিশ ফাঁড়ি রবিবার রাতে খোরিবাড়ির কলোনি মোড় এলাকায় রাজ্য সড়কে যানবাহন তল্লাশি অভিযান চালায়। সেই সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
মাদক পাচারের অভিযোগে একজন নাবালকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল।
পুলিশের মতে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা হতে পারে।
গ্রেপ্তারকৃত অভিযুক্তদের আজ শিলিগুড়ির ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঘটনার আরও গভীর তদন্ত চালাবে বলে জানিয়েছে।
দার্জিলিং জেলা পুলিশ জানিয়েছে, মাদক পাচার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত এবং কঠোরভাবে চালানো হবে।










