এ.আর. রহমান দিলেন তাঁর প্রতিক্রিয়া

IMG_20260118_153837

নয়াদিল্লি: বিশিষ্ট সুরকার এ.আর. রহমান সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারের পর শুরু হওয়া সমালোচনার জবাব দিয়েছেন। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, অনেক সময় মানুষের উদ্দেশ্য ভুলভাবে বোঝা হয়, তবে তিনি কখনোই কারও অনুভূতিতে আঘাত করতে চাননি।
‘রোজা’, ‘বম্বে’ এবং ‘দিল সে’-র মতো জনপ্রিয় ছবির সুরকার রহমান বলেন, সঙ্গীত সবসময় তাঁর কাছে ভারতের সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার এবং তাকে সম্মান জানানোর মাধ্যম। তিনি বলেন, “ভারত আমার অনুপ্রেরণা, আমার গুরু এবং আমার বাড়ি। সঙ্গীতের মাধ্যমে মানুষকে একত্র করা, তাদের সম্মান করা এবং সমাজের সেবা করাই সবসময় আমার লক্ষ্য।
ভারতীয় হতে গর্ব প্রকাশ করে রহমান বলেন যে ভারত তাঁকে এমন একটি মঞ্চ দিয়েছে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুসাংস্কৃতিক কণ্ঠস্বরকে সম্মান করা হয়। নিজের সঙ্গীতযাত্রার প্রসঙ্গে তিনি ওয়েভ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ‘জলা’ পরিবেশনা, ‘রূহ-এ-নূর’ প্রকল্প, নাগাল্যান্ডের তরুণ সঙ্গীতশিল্পীদের সঙ্গে সহযোগিতা এবং বহুসাংস্কৃতিক ভার্চুয়াল ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেন’ গঠনের কথা উল্লেখ করেন।
এছাড়াও তিনি নিটেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সঙ্গীত রচনাকে নিজের জীবনের জন্য গর্ব ও সম্মানের বিষয় বলে অভিহিত করেন। রহমান বলেন, “প্রতিটি যাত্রাই আমার উদ্দেশ্যকে আরও দৃঢ় করেছে।”
উল্লেখযোগ্য যে কয়েকদিন আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে ক্ষমতার পরিবর্তনের কারণে তিনি তুলনামূলকভাবে কম কাজ পাচ্ছেন। তিনি আরও বলেছিলেন যে সিদ্ধান্ত গ্রহণকারী কিছু মানুষ সৃজনশীল নন এবং এর পেছনে সাম্প্রদায়িক মানসিকতাও থাকতে পারে—যদিও এই বিষয়টি কখনো সরাসরি তাঁর সামনে আসেনি।

About Author

Advertisement