স্থিরতা ও জনকেন্দ্রিক শাসনের নতুন অধ্যায়ের সূচনা: হর্ষবর্ধন শৃঙ্গলা

FB_IMG_1768665933159

দার্জিলিং: পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্গলা সামাজিক মাধ্যমে মহারাষ্ট্র বিএমসি নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার জোটসঙ্গীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এই সুস্পষ্ট জনাদেশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ প্রশাসনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। সাংসদ আরও উল্লেখ করেন যে এই বিজয় মুম্বইসহ অন্যান্য পৌরসভাগুলির জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্থিরতা এবং জনকেন্দ্রিক শাসনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

About Author

Advertisement