দার্জিলিং: আজ দার্জিলিং লোকসভা আসনের সাংসদ রাজু বিষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন এবং পশ্চিমবঙ্গে ₹৩,২৫০ কোটি টাকার বেশি মূল্যের রেল ও সড়ক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করার অনুষ্ঠানে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
সাংসদ বিষ্ট বলেন, এই উদ্যোগগুলো যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করবে।
প্রধান অর্জনগুলোর মধ্যে রয়েছে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে চারটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পও জাতির উদ্দেশে উৎসর্গ করেন—শিলিগুড়ি লোকো শেডের আধুনিকীকরণ, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক ফ্রেট রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত সুবিধার আধুনিকীকরণ এবং বালুরঘাট–হিলি নতুন রেললাইন নির্মাণ, উল্লেখ করেন সাংসদ।
তিনি আরও জানান, নিউ কুচবিহার–বামনহাট এবং নিউ কুচবিহার–বক্সিরহাট রেলপথে বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ায় পরিবেশবান্ধব রেল পরিষেবা সম্ভব হয়েছে। পাশাপাশি চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করা হয়েছে—নিউ জলপাইগুড়ি–নাগরকোইল, নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার–এসএমভিটি বেঙ্গালুরু এবং আলিপুরদুয়ার–মুম্বই (পানভেল)।
এছাড়া এলএইচবি কোচ সম্বলিত দুটি নতুন পরিষেবা চালু হয়েছে: রাধিকাপুর–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং বালুরঘাট–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।
সড়ক ক্ষেত্রে, জাতীয় সড়ক–৩১ডি-এর অধীনে ধূপগুড়ি–ফালাকাটা অংশের পুনর্নির্মাণ ও চার লেন সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।
সাংসদের মতে, এই প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের “বিকশিত ভারত” দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা যাত্রী ও পণ্য পরিবহন সহজ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উত্তরবঙ্গকে দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে।
শেষে তিনি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অঞ্চলের যোগাযোগ ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।









