কলকাতা: ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যৌথ প্রবেশিকা পরীক্ষা (জেইই মেইন) স্থগিত করা হয়েছে। নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর কারণে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বৃহস্পতিবার দুপুরে টুইট করে জানিয়েছে। এনটিএ স্পষ্ট করেছে যে ওই দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে নতুন পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি।
এনটিএ জানিয়েছে, সংশোধিত তারিখ পরে ঘোষণা করা হবে। এর আগে গত বছরের নভেম্বর মাসে জেইই মেইনের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু ৯ জানুয়ারি পুনরায় সংশোধিত সূচি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী পরীক্ষা ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বছর ২৩ জানুয়ারি শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তীই নয়, একই দিনে সরস্বতী পুজোও পড়েছে। এই কারণে ওই দিন পশ্চিমবঙ্গের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য শিক্ষা দপ্তর এনটিএকে চিঠি দিয়ে পরীক্ষার সূচি পরিবর্তনের অনুরোধ জানায়। এরপরই এনটিএ টুইট করে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানায়।











