১৫ জানুয়ারি দিনটি ভারত ও নেপালের ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয় হিসেবে চিহ্নিত। ১৯৩৪ সালে এই দিনেই সংঘটিত ভয়ংকর ভূমিকম্প দুই দেশেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের বিহার অঞ্চল ও নেপালের সীমান্তবর্তী এলাকাগুলির আশেপাশে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৮.৪।
প্রবল কম্পনে শহর ও গ্রামাঞ্চলের অসংখ্য ভবন ধ্বংস হয়ে যায়। বিহারের বহু এলাকায় রাস্তা, সেতু ও বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয় এবং নেপালেও ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি ঘটে। এই প্রাকৃতিক দুর্যোগে আনুমানিক প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয় এবং অসংখ্য মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে।
১৯৩৪ সালের এই ভূমিকম্পকে সে সময়ের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। সীমিত সম্পদ ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ ও উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এই ট্র্যাজেডি শুধু তৎকালীন জনজীবনকেই প্রভাবিত করেনি, বরং ভবিষ্যতে ভূমিকম্প-প্রতিরোধী নির্মাণ ও শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও স্পষ্ট করে তোলে।
আজও ১৫ জানুয়ারির এই তারিখ আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রকৃতির অপরিসীম শক্তির মুখে সতর্কতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মজবুত দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা কতটা জরুরি।
গুরুত্বপূর্ণ ঘটনাপঞ্জি:
১৭৫৯ – লন্ডনের মন্টেগু হাউসে ব্রিটিশ মিউজিয়ামের প্রতিষ্ঠা।
১৭৮৪ – এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠা।
১৯৩৪ – বিহারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু।
১৯৪৯ – কে. এম. কারিয়াপ্পা ভারতীয় স্থলসেনার প্রথম কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হন; সেই থেকে ১৫ জানুয়ারি সেনা দিবস হিসেবে পালিত হয়।
১৯৪৯ – ফিল্ড মার্শাল কে. এম. কারিয়াপ্পা জেনারেল ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৬৫ – ভারতীয় খাদ্য নিগম প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ – পর্তুগাল অ্যাঙ্গোলার স্বাধীনতার জন্য চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৮৬ – অবসরপ্রাপ্ত কে. এম. কারিয়াপ্পাকে ফিল্ড মার্শালের উপাধি প্রদান।
১৯৮৬ – ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান প্রথমবার সম্পূর্ণ মহিলা ক্রু দ্বারা পরিচালিত।
১৯৮৮ – প্রাক্তন বোলার নরেন্দ্র হিরওয়ানি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই ১৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েন।
১৯৯২ – বুলগেরিয়া বলকান রাষ্ট্র ম্যাসেডোনিয়াকে স্বীকৃতি দেয়।
১৯৯৮ – ঢাকায় ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলন শুরু।
১৯৯৯ – ‘অ্যান ফ্রাঙ্ক ঘোষণা’-তে স্বাক্ষরকারী প্রথম বিশ্বনেতা হন জাতিসংঘের মহাসচিব কফি আনান; পাকিস্তানে সমস্ত বেসামরিক প্রশাসনিক কাজ সেনাবাহিনীর অধীনে নেওয়া হয়।
২০০১ – উইকিপিডিয়ার সূচনা।
২০০৬ – ব্রিটিশ হাইকোর্ট কোয়াত্রোচ্চির দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
২০০৭ – সদ্দাম হুসেনের সৎভাই ও ইরাকি আদালতের প্রাক্তন প্রধানের ফাঁসি কার্যকর।
২০০৮ – গেইল বোর্ড দাভোল–বেঙ্গালুরু গ্যাস পাইপলাইন প্রকল্পে অনুমোদন দেয়।
২০০৮ – উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী ‘গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রকল্প’-এর শিলান্যাস করেন।
২০০৮ – প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিন সফরের সময় ভারত–চিন সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা।
২০০৮ – জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২৫ কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সিতে জীবনের উপযোগী উপাদান পাওয়ার দাবি করেন।
২০০৯ – দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তপন সিনহার মৃত্যু।
২০০৯ – স্লামডগ মিলিয়নেয়ার চলচ্চিত্রটি বাফটা পুরস্কারে স্থান পায়।
২০১০ – তিন ঘণ্টারও বেশি সময়ব্যাপী শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ।
২০১৩ – সিরিয়ার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে রকেট হামলা; ৮৩ জন নিহত, ১৫০ জন আহত।
২০১৬ – বুরকিনা ফাসোর ওয়াগাডুগুতে একটি হোটেলে জঙ্গি হামলা; ২৮ জন নিহত, ৫৬ জন আহত।
২০২০ – আইসিসি রোহিত শর্মাকে বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করে।
২০২০ – বিরাট কোহলি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’-এ সম্মানিত।
২০২০ – রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ মন্ত্রিসভাসহ পদত্যাগ করেন।
২০২০ – ভারতীয় আবহাওয়া দপ্তর ১৪৫তম প্রতিষ্ঠা দিবস পালন করে।
২০২০ – আইপিএস আধিকারিক আনন্দ প্রকাশ মহেশ্বরী সিআরপিএফ-এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম:
১৮৫৬ – অশ্বিনী কুমার দত্ত, প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবী।
১৮৮৮ – সাইফুদ্দিন কিচলু, পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী।
১৮৯৯ – জ্ঞানী গুরমুখ সিং মুসলফির, রাজনীতিবিদ ও প্রখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক।
১৯২১ – বাবাসাহেব ভোসলে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯২৬ – খাশাবা যাদব, হেলসিঙ্কি অলিম্পিকে ব্রোঞ্জজয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর।
১৯৩২ – জগন্নাথ পাহাড়িয়া, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
১৯৩৪ – ভি. এস. রামাদেবী, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার।
১৯৩৮ – চুনি গোস্বামী, প্রখ্যাত ভারতীয় ফুটবল খেলোয়াড়।
১৯৪৬ – হরপ্রসাদ দাস, ওড়িয়া ভাষার প্রখ্যাত প্রবন্ধকার ও কবি।
১৯৪৭ – সঞ্চমান লিম্বু, সিকিমের প্রাক্তন চতুর্থ মুখ্যমন্ত্রী।
১৯৫৬ – মায়াবতী, রাজনীতিবিদ।
১৯৫৭ – ভানুপ্রিয়া, অভিনেত্রী।
১৯৬১ – সরদূল সিকন্দর, পাঞ্জাবি লোক ও পপ গায়ক ও অভিনেতা।
১৯৮২ – নীল নিতিন মুকেশ, ভারতীয় অভিনেতা।
প্রয়াণ:
১৭৬২ – সদাশিবরাও ভাউ, প্রখ্যাত মারাঠা বীর।
১৯৯০ – আর. আর. দিবাকর, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা।
১৯৯৮ – গুলজারিলাল নন্দা, ভারতের প্রাক্তন কার্যনির্বাহী প্রধানমন্ত্রী।
২০০৪ – মহম্মদ সেলিম, ষোড়শ লোকসভার সাংসদ।
২০০৯ – তপন সিনহা, খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক।
২০১২ – হোমাই ব্যারাওয়ালা, ভারতের প্রথম মহিলা আলোকচিত্র সাংবাদিক।
২০১৪ – নামদেব ঢাসাল, মারাঠি কবি, লেখক ও মানবাধিকার কর্মী।
২০১৫ – রামেশ্বর ঠাকুর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা।
গুরুত্বপূর্ণ দিবস:
এইভাবে ১৫ জানুয়ারি ভারতীয় ইতিহাসে ভারতীয় সেনা দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৯ সালের এই দিনেই ফিল্ড মার্শাল কে. এম. কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ভারতের প্রথম স্বদেশি সেনাপ্রধান হন। একই দিনে বিশ্ব ইতিহাসেও ব্রিটিশ মিউজিয়াম (১৭৫৯) ও এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল (১৭৮৪)-এর প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়। পাশাপাশি ২০১০ সালে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণও এই দিনেই ঘটেছিল।
ভারতের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা:
ভূমিকম্প (১৯৩৪): বিহার ও নেপালে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়।
সূর্যগ্রহণ (২০১০): শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ এই দিনেই সংঘটিত হয়, যার উপর ইসরো গবেষণা করে।
বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা:
ব্রিটিশ মিউজিয়ামের প্রতিষ্ঠা (১৭৫৯): লন্ডনে বিশ্বের অন্যতম বৃহৎ জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের সূচনা।
এশিয়াটিক সোসাইটি (১৭৮৪): স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন।
রানি এলিজাবেথ প্রথমের অভিষেক (১৫৫৯): ইংল্যান্ডের রানি এলিজাবেথ প্রথমের রাজ্যাভিষেক।
অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা:
হ্যাপি ডেজ় (১৯৭৪): জনপ্রিয় মার্কিন সিটকম ‘হ্যাপি ডেজ়’-এর প্রিমিয়ার।
উইকিপিডিয়া (২০০২): উইকিপিডিয়ার সূচনা।








