সাংসদ রাজু বিষ্টের পক্ষ থেকে গায়ক প্রশান্ত তামাংয়ের পার্থিব দেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

IMG-20260112-WA0073

শিলিগুড়ি: ইন্ডিয়ান আইডল সিজন ৩–এর বিজয়ী, বিশিষ্ট গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের পার্থিব দেহ বাগডোগরায় আনা হলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে পার্থিব দেহটি তাঁর পৈতৃক স্থান দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার পথে বিভিন্ন স্থানে শববাহী গাড়ি থামিয়ে সাধারণ মানুষ খাদা ও মালা অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। দার্জিলিং পৌঁছানোর পর আজ প্রশান্ত তামাংয়ের পার্থিব দেহ চৌরাস্তায় সাধারণ মানুষের দর্শনের জন্য রাখা হবে।
এই ধারাবাহিকতায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট বাগডোগরা বিমানবন্দর চত্বরে উপস্থিত হন এবং দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের জনগণের সঙ্গে মিলিত হয়ে প্রয়াত প্রশান্ত তামাংকে শেষ বিদায় জানান। এরপর তিনি অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রায়ও অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে সাংসদ বিষ্ট বলেন, এক কৃতী গোর্খা যুবক প্রশান্ত তামাং তাঁর সুমধুর কণ্ঠ, বিনয় ও সরলতার মাধ্যমে সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছিলেন। দার্জিলিং পাহাড় থেকে উঠে এসে তিনি সমগ্র গোর্খা সমাজের আশা ও আকাঙ্ক্ষাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেন এবং প্রতিটি গোর্খাকে গর্বিত করেন। এত অল্প বয়সে এমন এক মহান ব্যক্তিত্বকে হারানো অত্যন্ত হৃদয়বিদারক। তাঁর প্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি আমরা তাঁর সেই জীবন, সংগীত ও উত্তরাধিকারকেও স্মরণ করছি, যা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে যাবে এবং স্মৃতির মাঝে চিরজীবিত থাকবে।


সাংসদ রাজু বিষ্ট প্রয়াত প্রশান্ত তামাংয়ের ধর্মপত্নী মার্থা, তাঁর কন্যা, পরিবার-পরিজন, বন্ধু ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

About Author

Advertisement