সাংসদ বিষ্টের পক্ষ থেকে প্রয়াত ভুষণ দাহালের পরিবারকে সমবেদনা জ্ঞাপন

FB_IMG_1767968762337

শিলিগুড়ি: আজ দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিষ্ট চম্পাসারির বাবুবাসা এলাকায় প্রয়াত ভুষণ দাহালের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
সামাজিক মাধ্যমে সাংসদ জানান, প্রয়াত দাহালের মাতার মৃত্যুর ৪৫ দিন পূর্ণ হওয়ার আগেই দাহাল নিজেও এই সংসার ত্যাগ করে পরলোকগমন করেছেন।
সাংসদ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তিনি জানান, প্রয়াত ভুষণ দাহাল একজন সম্মানিত সমাজসেবী ছিলেন এবং তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চম্পাসারি মণ্ডল কমিটির প্রাক্তন সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দাহালজি তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের জন্য সুপরিচিত ছিলেন এবং রাজনৈতিক মঞ্চকে তিনি কেবলমাত্র এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্যই ব্যবহার করেছিলেন।


শেষে, এই গভীর শোকের মুহূর্তে সাংসদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং ঈশ্বরের কাছে পরিবারের জন্য ধৈর্য, শক্তি ও সাহস প্রার্থনা করেন।

About Author

Advertisement