6: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আশীর্বাদে দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট রঙ্গাপানি রেল ওভার ব্রিজের ভূমি পূজন ও শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করবেন।
आज সাংসদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কেন্দ্রীয় সরকার এই অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্পটির জন্য ১০০% অর্থায়ন প্রদান করছে এবং এর জন্য ₹৬৯.৭৯ কোটি টাকা অনুমোদিত হয়েছে।
सাংসद রঙ্গাপানি এবং আশপাশের এলাকার সকল নাগরিককে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে ৭ জানুয়ারি ২০২৬, সকাল ১০:৩০ মিনিটে, রঙ্গাপানি রেলওয়ে ক্রসিংয়ে সকলের সঙ্গে দেখা করার আহ্বান জানান।










