বেইজিং: চীন রবিবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, ভেনেজুয়েলার পদচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে “তৎক্ষণাৎ” মুক্তি দিতে এবং “সংলাপ ও আলোচনার মাধ্যমে” সমস্যার সমাধান করতে। মাদুরোর পূর্বসূরি হুগো শাভেজের সময় থেকেই ভেনেজুয়েলার সঙ্গে চীনের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে।
মাদুরো সরকারের পতন এবং যুক্তরাষ্ট্রের হাতে তাঁর গ্রেপ্তার হওয়া বেইজিংয়ের জন্য বড় ধাক্কা, কারণ শাভেজের আমল থেকেই ভেনেজুয়েলার সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক গভীর ছিল।
চীনা পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পদচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশছাড়া করেছে, এতে চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
চীন বলল, ‘এটি আধিপত্যবাদী পদক্ষেপ’:
বিবৃতিতে বলা হয়েছে, “চীন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়, পদচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করুন, তাঁদের অবিলম্বে মুক্তি দিন, ভেনেজুয়েলা সরকারকে উৎখাতের চেষ্টা বন্ধ করুন এবং সংলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।” এর আগে শনিবার মন্ত্রক ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা এবং মাদুরো ও তাঁর স্ত্রীর গ্রেপ্তারির নিন্দা জানিয়ে একে আধিপত্যবাদী কাজ বলে উল্লেখ করেছিল, যা আন্তর্জাতিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করে।
আমেরিকার বিরুদ্ধে চীনের কড়া নিন্দা:
ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন বিমান হামলা এবং মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রসঙ্গে চীন বলেছে, ‘একটি স্বাধীন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এভাবে প্রকাশ্য শক্তি প্রয়োগ এবং সেখানকার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া দেখে তারা অত্যন্ত বিস্মিত এবং তীব্র নিন্দা জানায়।
মন্ত্রকের মতে, যুক্তরাষ্ট্রের এই ধরনের আধিপত্যবাদী পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন, এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বিবৃতিতে বলা হয়েছে, “চীন এর তীব্র বিরোধিতা করছে। আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলুন এবং অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করুন।”










