দিনহাটা: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা দিনহাটার পুটিমারি স্টেডিয়াম সংলগ্ন মাঠ পাড়ায় সমাধান প্রকল্পে সংস্কারের কাজ শুরু হতেই কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। অভিযোগ রাস্তার একটি অংশের কাজ এদিন শুরু হওয়ার বিষয়টি জানাজানি হতেই পেছনের দিকের অংশের বাসিন্দারা সেই কাজ বন্ধ করে দেদেয়, এ নিয়ে শুরু হয় দুই বুথের বাসিন্দাদের মধ্যে বচশা।
দিনহাটা এক ব্লকের পুটিমারী দুই গ্রাম পঞ্চায়েতের ৬/১৭২ নম্বর বুথের স্টেডিয়াম সংলগ্ন রাস্তার কাজ রবিবার শুরু হয়। দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের পুটিমারি এলাকা থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তাটি দীর্ঘ বছর সংস্কার না হওয়ায় এলাকায় থাকা স্টেডিয়ামের মাঠটি সন্ধ্যা হলে অসামাজিক কার্যকলাপে ডুবে যায়।
বাসিন্দাদের অভিযোগ, স্টেডিয়ামে যাওয়ার রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদেরও। জানা গিয়েছে, এ দিন প্রধান সড়কের শুরুর থেকে রাস্তার কাজ শুরু হতেই বাসিন্দারা সম্পূর্ণ রাস্তার কাজ শুরুর দাবি তোলে। এরপরেই তারা সেই কাজ বন্ধ করে দেয়। প্রায় ৪০০ মিটার রাস্তার মধ্যে পেছনের দিকটার কিছুটা অংশ বাদ দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ছাড়াও প্রতিবাদের পর রাস্তার কাজ বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, এই প্রকল্পের সম্পূর্ণ কাজ না হওয়ায় আংশিক কাজ তারা মানতে নারাজ।
বাসিন্দারা জানান, পুটিমারী মেইন রোড থেকে স্টেডিয়াম হয়ে ৬/১৭৩ নম্বর বুথ পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি পাকা করার কথা থাকলেও, বর্তমানে মাত্র অর্ধেক অংশের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খারাপ থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।বর্ষাকালে জল কাঁদায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। এমনকি কেউ গুরুতর অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা যেকোনো গাড়ি নিয়ে ওই এলাকায় প্রবেশ করাও দুষ্কর হয়ে পড়ে। এলাকাবাসী তাদের দাবিতে অনড়। প্রায় ৪০০ মিটার এই রাস্তার সম্পূর্ণ নতুন করে সংস্কারের কাজের নিশ্চয়তা না মিললে বাকি অংশের কাজ চলতে দেবেন না।
তৃণমূলের অঞ্চল সভাপতি শামসুল হক বলেন,”এই রাস্তার কাজ নিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও পরবর্তীতে আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি মিটে যায়।গ্রাম পঞ্চায়েত সদস্য পূর্ণিমা প্রসাদ অধিকারী জানিয়েছেন, গ্রামবাসীরা সম্পূর্ণ রাস্তাটি সংস্কারের কথা বলে। এই রাস্তাটি সহ বুথের একাধিক রাস্তা পাড়ায় সমাধান প্রকল্পে এ দিন সংস্কারের কাজ শুরু হয়। প্রথমে স্টেডিয়াম সংলগ্ন রাস্তাটি কিছুটা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সম্পূর্ণ হওয়ার আশ্বাস দেওয়ায় গ্রামবাসীরা খুশি।
গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি বলেন,”পাড়ায় সমাধান প্রকল্পে পুটিমারী স্টেডিয়াম সংলগ্ন মাঠের পাশে যে রাস্তা সেটি যেমন সম্পূর্ণভাবে সংস্কার হবে তেমনি অন্যান্য কাজও সম্পূর্ণ করা হবে।









