মালদা: বিহার সাফ। এবারে বাংলা। কলিঙ্গ অঙ্গ হয়েছে এবার বঙ্গ। শুরুতেই রাজ্য কে আক্রমণ করে হুংকার শুভেন্দুর। খগেন মুর্মুর উপর আক্রমণ নিয়ে সরব।বদলার জন্য বদল আনতে হবে। মহকুমা শাসক কে আক্রমণ।সরকার যাওয়ার পর দেখা হবে।লিখিত নিয়ে অনুমতি বাতিল করেছে মহকুমা শাসক। এপ্রিল মাসের পর হিসাব হবে। ধর্মীয় কর্মসূচিতে বাধা দানের অভিযোগ।সহরাবর্দি এবং জিন্নার সঙ্গে রাজ্য সরকারকে তুলনা। মোথাবাড়ি নিয়ে সরব। ধুলিয়ান সামসেরগঞ্জ ইস্যু নিয়েও রাজ্য সরকার কে আক্রমণ। দিপু দাসের প্রসঙ্গ টেনে সামসেরগঞ্জের বাবা ছেলের খুনের তুলনা।সিদ্দিকুল্লাহ ফিরহাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। চাঁচল মহকুমার চার তৃণমূল বিধায়ক কেও আক্রমণ।দেশ ভাগের প্রসঙ্গ উত্থাপন। শ্যামাপ্রসাদ মুখার্জী এবং প্রনবানন্দ জি মহারাজ কে স্মরণ। মালদার ভারত ভুক্তির ইতিহাস উত্থাপন। সু-শাসন এবং সুরক্ষার অঙ্গীকার।মালদায় পূর্বে বিভিন্ন নির্বাচনে তৃণমূলের ফলাফল নিয়ে খোঁচা। লোকসভার ফলাফল নিয়েও কটাক্ষ।মমতা কে মালদার মানুষ পছন্দ করে না। তৃণমূল সরকার মালদার অনেক ক্ষতি করেছে। আবাসের টাকা লুঠ নিয়ে আক্রমণ। বাংলাদেশী নাগরিকের অভিযোগ ওঠা লাভলি খাতুনের প্রসঙ্গ নিয়েও সরব। ৫৪ হাজার কোটি বিহার বাংলাদেশের লোক টাকা তুলে নিয়ে গেছে। বিজেপি এলে ২০০ দিনের কাজ
আবাসের জন্য ৩ লাখের বাড়ি। পানীয় জল সমস্যা নিয়ে সরব।নল আছে জল নায় বলে আক্রমণ। জেলা তৃণমূল সভাপতি কে আক্রমণ। বাবার নাম ঠিক থাকলে কলম বাগানে আই। আইসিডিএস এর চাকরি বিক্রির অভিযোগ। আমি মালদার দায়িত্বে আসার পর কেও তাকে নিতে চায়নি। দের বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধু।রহিম কে মালতিপুরে জিততে দেবো না।তাজমুল হোসেনকেও আক্রমণ।উত্তর মালদায় হিন্দু আদিবাসী জোট। উত্তর মালদা কে দেখুক গোটা রাজ্যে। নন্দীগ্রামে ৭২ শতাংশ এক হয়েছে। এসআইআর নিয়ে সরব। প্রসূন ব্যানার্জি কে আক্রমণ। চরিত্রহীন বলে আক্রমণ।রবীন্দ্রনাথ ছবি পোড়ানো প্রসঙ্গে সরব।আইসি কেও আক্রমণ।এপ্রিল মাসের পড়ে বুঝতে পারবেন। অভিষেক বলছে এই ভোটার লিস্ট মানি না।পড়ে সবাই বলবে। ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার।কংগ্রেসের নেতাদের প্রশংসা।ইয়াসিন কে নিয়ে লুঠ করতে গেছিল ফলাফলের কেন্দ্র সরকার রেল লাইনের জন্য জমি চেয়েছিল।কিন্তু দেয়নি।ট্রেন যদি চান বিজেপি কে আনুন।পুরসভা ইস্যু নিয়েও আক্রমণ।দেউলিয়া সরকার করতে পারবে না পুরসভা।বিজেপি এলে মেধা অনুযায়ী চাকরি হবে।পরিযায়ীদের অন্য রাজ্য তে যেতে হবে না।দাঙ্গাবাজদের ছাড়বো না।পেটে ভাত,হাতে কাজ,মাথায় ছাদ থাকলে বিজেপি কে আনুন। হীরক রাণী বাইবাই।”









