বানারহাট: পথশ্রী প্রকল্পের আওতায় পাকা রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এদিন এই ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের চানাডিপা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ সরকারি ফলকে যে রাস্তাটি নির্মাণের কথা উল্লেখ রয়েছে, সেই রাস্তা না করে অন্যদিকে কাজ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পথশ্রী প্রকল্পের অধীনে হিমাচল সংঘ ক্লাব থেকে হাবিবুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ১.৬০৫ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা নির্মাণের জন্য মোট ৮৪,৮৩,৬১৫.৭৮ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে কাজ শুরু হতেই কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেই রাস্তার দিক পরিবর্তনের চেষ্টা করেন বলে অভিযোগ।
এর প্রতিবাদে এদিন স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। তাঁদের স্পষ্ট দাবি, ফলকে যেমন উল্লেখ রয়েছে ঠিক তেমনভাবেই রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে। ফলক মাফিক কাজ না হলে তারা কোনোভাবেই কাজ করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।
এলাকাবাসীদের আরও অভিযোগ, বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তায় একাধিক বড় গর্ত রয়েছে এবং একটি ভাঙা ব্রিজ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। অতীতেও ওই ব্রিজে একাধিক দুর্ঘটনার নজির রয়েছে।উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগেই এই রাস্তার শিলান্যাস হয়। ফলে নতুন রাস্তা পেয়ে চলাচলের সমস্যা মিটবে বলে আশাবাদী ছিলেন গ্রামবাসীরা। কিন্তু কাজ শুরুর আগেই প্রভাবশালী মহলের হস্তক্ষেপে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন তাঁরা।এদিকে, মুখ্যমন্ত্রীর লোগো সংবলিত সরকারি ফলকে স্পষ্টভাবে রাস্তার শুরু ও শেষের স্থান উল্লেখ থাকা সত্ত্বেও তা অমান্য করা হচ্ছে কেন সেই প্রশ্নও উঠেছে। কার নির্দেশে বা কাদের স্বার্থে এই নিয়ম লঙ্ঘন হচ্ছে, তা নিয়েও এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে।









