শাহের সঙ্গে সাক্ষাতের পরদিন সমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ, কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন?

Dilip-Ghosh-said-he-held-a-special-organisational-_1767281287639

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের বঙ্গ সফরের শেষ দিনে গতকাল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিজেপি সাংসদ, বিধায়ক ও সংগঠনের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছিল। একই সঙ্গে শাহ আলাদা করেও ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকের পর আজ বৃহস্পতিবার ঘোষ দলীয় কার্যালয়ে বর্তমান সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একটি সংবাদ সম্মেলনও করেন। এই পুরো ঘটনাকে রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঘোষ আগে মেদিনীপুর থেকে সাংসদ ছিলেন, কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসন থেকে তিনি পরাজিত হন এবং গত কয়েক মাস ধরে রাজ্যে বিজেপির কর্মকাণ্ডে তার সক্রিয়তা খুব কমে গিয়েছিল। আসলে, দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের পর দলীয় মহলে তার প্রতি ক্ষোভ দেখা যায় এবং এর ফলেই তাকে গুরুত্বপূর্ণ বৈঠক ও সভাগুলোতে ডাকা হতো না।
এক্স-এ দিলীপ ঘোষের পোস্ট:
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ঘোষ লেখেন, “২০২৬ সালের বঙ্গ নির্বাচন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও লেখেন, “গত নির্বাচনে আমরা যে সংগ্রাম করেছি, তার মাধ্যমে বাংলার মানুষের চোখে আমরা প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আজ বাংলার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।”
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে মাত্র দুইটি আসন পেয়েছিল, কিন্তু ঘোষের নেতৃত্বে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টি আসন জেতে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে মাত্র তিনটি আসন ছিল, কিন্তু ২০২১ সালের নির্বাচনে ঘোষের নেতৃত্বে দল ৭৭টি আসন লাভ করে।
দিলীপের বক্তব্য — দল আমাকে কাজ করতে বলেছে
পরে এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি নেতা দিলীপ ঘোষ নিশ্চিত করেন যে দলীয় সভাপতি তাকে মানুষের মধ্যে গিয়ে কাজ করতে বলেছেন। সূত্রের খবর, জানুয়ারি মাসে তিনি অন্তত ১৬টি সভায় বক্তব্য রাখবেন। তবে ঘোষ বলেন, “আমি না দলীয় পদাধিকারী, না জনপ্রতিনিধি। আমার কাজ সংগঠন চালানো নয়, তাই আমি সাধারণ কর্মীদের সঙ্গেই যোগাযোগ রাখতাম। আজ দল আমাকে ডেকেছে এবং কাজ করতে বলেছে। যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বাংলায় বিজেপি দাঁড়িয়েছে — তিনিও নিজে এসে কাজের নির্দেশ দিয়েছেন, তাই আমি কাজ শুরু করেছি। দল আমাকে যে ভূমিকা দেবে, আমি তাতেই কাজ করব।”
কর্মীদের মধ্যে ঘোষের প্রভাব এখনো দৃঢ়:
আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের প্রচেষ্টায় দিলীপ ঘোষের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই জল্পনার মধ্যেই তিনি সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্যের বর্তমান সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে, আসন্ন নির্বাচনে দিলীপ ঘোষকে হয়তো দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। দলের কর্মীদের মধ্যে তার এখনো ভালো দখল রয়েছে বলে মনে করা হয়। সভাপতি থাকাকালে রাজ্যজুড়ে কর্মীদের সক্রিয় করতে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন।

About Author

Advertisement