কেরালে উগ্রবাদী প্রচারের অভিযোগে অসমের যুবক গ্রেপ্তার

sanmarg_2025-12-31_2px9sex1_vSNlAfI2

ত্রিশূর: সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কথিতভাবে উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে কেরালা পুলিশ অসমের ২৫ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের পরিচয় রোসিদুল ইসলাম হিসেবে জানা গেছে, যাকে মঙ্গলবার মধ্য কেরালার ত্রিশূর জেলার কাপামঙ্গলম থানা এলাকায় আটক করা হয়।
পুলিশের মতে, রোসিদুল প্রায় দুই বছর ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং একটি প্যান্ডেল নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করত। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সকালে তার ঠিকানায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্ত সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এবং সন্ত্রাসবাদের প্রতি ঝোঁক দেখায়—এমন ধরনের সামগ্রী শেয়ার করত। পুলিশ জানিয়েছে, সে ফোনকল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশসহ বিদেশে থাকা কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখত। তদন্তে আরও জানা গেছে, সে বাংলাদেশে থাকা তার চাচার সঙ্গে নিয়মিত কথা বলত এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাকিস্তানেও যোগাযোগ স্থাপন করেছিল।
পুলিশ দাবি করেছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত পাকিস্তান থেকে একটি একে–৪৭ রাইফেল সংগ্রহের চেষ্টা করেছিল। মামলার বিস্তারিত তদন্ত চলছে এবং তার বিদেশি যোগাযোগের সঙ্গে সম্পর্কিত সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

About Author

Advertisement