খরসাঙ: মার্শাল আর্টস অ্যান্ড ফিটনেস একাডেমি (মাফা)-র জুডো দল ২০২৫ সালের শেষটিকে আরেকটি উল্লেখযোগ্য সাফল্যের মাধ্যমে স্মরণীয় করে তুলেছে। মাফার দুই শিক্ষার্থী, কৃষ্ণ ক্ষেত্রী এবং লেনিন রাই ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং জেলা জুডো সমিতির প্রধান কার্যালয় রঙাপানিতে অনুষ্ঠিত “১১তম শীতকালীন প্রশিক্ষণ জুডো শিবির, ২০২৫”-এ অংশ নেয়।
উত্তরবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রায় ২০০ জন শিক্ষার্থী দার্জিলিং জেলা জুডো সমিতির প্রশিক্ষক ও মহাসচিব সেন্সেই চিরঞ্জন রায়ের নেতৃত্বে জুডো-প্রযুক্তিতে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করে।
৩০ ডিসেম্বর ১৯৭২-এর অভিজ্ঞ জুডো খেলোয়াড় এবং শিলিগুড়ি অঞ্চলের জেলা স্কুল ক্রীড়া ও ক্রীড়া পরিষদের সচিব-অধ্যক্ষ অরুণ লামার উপস্থিতিতে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। মাফার সভাপতি সেন্সেই সন্দীপ প্রধান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দার্জিলিং জেলা জুডো সমিতির সভাপতি অরুণ লामा আনুষ্ঠানিকভাবে সম্মাননা-পত্র প্রদান করেন এবং সেন্সেই সন্দীপ প্রধানকে সমগ্র গোরখাল্যান্ড আঞ্চলিক প্রশাসনিক এলাকায় জুডো-প্রচার ও প্রসারের দায়িত্ব অর্পণ করেন।
কৃষ্ণ ক্ষেত্রী সিনিয়র বালক বিভাগে প্রথম স্থান অর্জন করেন, আর লেনিন রাই ১৭-বছর বয়সী বালক বিভাগে তৃতীয় হন — যার ফলে মার্শাল আর্টস অ্যান্ড ফিটনেস একাডেমির জন্য ২০২৫ সালের সমাপ্তি হয় বিজয়ময়ভাবে।








