হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ হতে পারে, স্পিকার ‘তলব’-এর ইঙ্গিত দিলেন
কলকাতা: টিএমসি থেকে নিলম্বিত মুর্শিদাবাদ–ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি রাজ্যের রাজনীতিতে আলোচনা শুরু করেছে। এ প্রসঙ্গে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান যে, আপাতত বিধানসভার সরকারি নথিতে হুমায়ুন কবিরকে ‘নির্দল’ বিধায়ক হিসেবেই ধরা হচ্ছে। তাঁর মতে, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দল থেকে নিলম্বিত হওয়ার পর বর্তমানে তিনি স্বতন্ত্র বিধায়কের মর্যাদায় রয়েছেন।
স্পিকার বলেন, হুমায়ুন কবির একটি নতুন দল গঠন করেছেন, এবং সেই দলে তাঁর ভূমিকা কী—এটি জানা প্রয়োজন। প্রয়োজনে তাঁকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য স্পিকারের কক্ষে তলব করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি পরিষ্কার করেন, এই সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক তথ্য বিধানসভা সচিবালয়ে না আসা পর্যন্ত বা কোনো দৃঢ় অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত তাঁর সদস্যপদের অবস্থায় কোনো পরিবর্তন হবে না।
উল্লেখযোগ্য যে, হুমায়ুন কবির সম্প্রতি ‘জনতা বিকাশ পার্টি’ গঠনের ঘোষণা দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৯টি আসনে প্রার্থী দেওয়া এবং রাজ্যের রাজনীতিতে সিদ্ধান্তমূলক ভূমিকা নেওয়ার দাবি করেছেন।










