ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি বসতিগুলির অনুমোদন দিল

benjamin-netanyahu_be38c350145abaae40bdcaeabc9921b6

নয়াদিল্লি: ইসরায়েলের কট্টর দক্ষিণপন্থী অর্থমন্ত্রী জানিয়েছেন যে, রবিবার তাঁর দেশের মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মতে, এই বসতিগুলির মধ্যে দু’টি এমন বসতিও রয়েছে, যেগুলি ২০০৫ সালের সামরিক প্রত্যাহার পরিকল্পনার সময় খালি করা হয়েছিল। স্মোট্রিচ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
স্মোট্রিচ ‘এক্স’-এ করা এক পোস্টে বলেন, গত দুই বছরে নির্মিত নতুন বসতির মোট সংখ্যা বেড়ে ৬৯-এ দাঁড়িয়েছে। ‘পিস নাউ’ নামে পরিচিত বসতিবিরোধী নজরদারি সংগঠনের মতে, এই অনুমোদনের ফলে বর্তমান সরকারের আমলে পশ্চিম তীরে বসতির সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে—যা ২০২২ সালে ১৪১ থেকে বেড়ে এই অনুমোদনের পর ২১০-এ পৌঁছেছে। আন্তর্জাতিক আইনের আওতায় এই বসতিগুলিকে ব্যাপকভাবে অবৈধ বলে গণ্য করা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement