অশান্ত বাংলাদেশ: ৭ বছরের শিশুকন্যাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

bangladesh

নয়াদিল্লি: বাংলাদেশে সহিংসতা অব্যাহত রয়েছে। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদরে কয়েকজন দুষ্কৃতী বাইরে থেকে একটি বাড়ি বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে জীবন্ত পুড়ে ৭ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়, আর তিনজন গুরুতরভাবে দগ্ধ হন। বাড়িটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা বিলাল হুসেনের।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি রাত প্রায় ১টার দিকে ঘটে। আগুনে পুড়ে বিলালের ৭ বছরের কন্যা আয়েশা আখতারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই সঙ্গে বিলাল হুসেন এবং তাঁর আরও দুই কন্যা—সালমা আখতার (১৬) ও সামিয়া আখতার (১৪)—গুরুতরভাবে দগ্ধ হন। বিলালের চিকিৎসা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলছে, আর দুই কন্যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম:
এদিকে, হাদির দল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জারি করে হাদির হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তারে স্পষ্ট অগ্রগতির দাবি জানিয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সমর্থকদের জানাজা শেষে শাহবাগে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা এখানে শোক পালন করতে আসিনি। আমরা আমাদের ভাইয়ের জন্য ন্যায়বিচারের দাবি জানাতে এসেছি।” ঘটনার এক সপ্তাহ পরও হামলাকারীদের গ্রেপ্তার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement