প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে অসমের বিভিন্ন স্কুলের মোট ২৫ জন ছাত্র অংশ নেয়
গুয়াহাটি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে অসম সফরের দ্বিতীয় দিনে ব্রহ্মপুত্র নদীতে একটি ক্রুজে চড়ে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে অসমের বিভিন্ন স্কুলের মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্তৃপক্ষের মতে, প্রধানমন্ত্রী মোদি তিন ডেক বিশিষ্ট ‘এম ভি চরাইদেউ–২’ ক্রুজে ওঠেন। তিনি অভ্যন্তরীণ জল পরিবহণ (IWT)-এর গুয়াহাটি গেটওয়ে টার্মিনালে পৌঁছে ভাসমান সেতুর মাধ্যমে জাহাজে ওঠেন। কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই টার্মিনালের উদ্বোধন করেছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-এর জওয়ানরা সকাল থেকেই নদীতে টহল দিচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শনিবার থেকে দু’দিনের জন্য ব্রহ্মপুত্র নদীতে নৌকা পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ:
এই কর্মসূচিতে কামরূপ মেট্রোপলিটন, মরিগাঁও, ডিব্রুগড়, কাছাড়, শ্রীভূমি, বক্সা, দিমা হাসাও, কোকরাঝাড়, গোলাঘাট, কার্বি আংলং এবং নলবাড়ি জেলার স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনুষ্ঠানে জওহর নবোদয় বিদ্যালয়, পিএম শ্রী স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, অসম জাতীয় বিদ্যালয়, ডন বসকো ইনস্টিটিউশন এবং কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়সহ সরকারি, আবাসিক ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
প্রধানমন্ত্রীর সফরে নতুন আশার সঞ্চার:
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, গত বছর প্রধানমন্ত্রীর কাজিরাঙা সফরের পর সেখানে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং একইভাবে নদী পর্যটনেও বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানটি ২০১৮ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে, যার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পরীক্ষার চাপ মোকাবিলায় সহায়তা করা এবং পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার বার্তা দেওয়া।











