জলপাইগুড়ি: কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবন শনিবার পরিদর্শন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে বিচারপতিদের এই দলটি পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
পরিদর্শনের সময় কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার, জেলা শাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি) সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দলটি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত পর্যালোচনা করে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে স্টেশন রোডে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ীভাবে আদালতের কার্যক্রম চলছিল। বর্তমানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত জাতীয় সড়ক–২৭-এর ধারে প্রায় ৪০ একর জমির উপর প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে।
আগামী ১৭ জানুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি (সিজেআই), বিভিন্ন উচ্চ আদালতের প্রধান বিচারপতিরা, রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এই নতুন ভবন চালু হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।










