ভিত্তিমূল্যেই বিক্রি হলেন সরফরাজ খান ও পৃথ্বী শ

IMG-20251217-WA0070

নয়াদিল্লি: দু’জন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান ও পৃথ্বী শ অবশেষে আইপিএল চুক্তি পেয়েছেন। গত দুই মরসুম ধরে আনসোল্ড থাকা সরফরাজ খানকে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাঁর ৭৫ লক্ষ টাকার ভিত্তিমূল্যে কিনে নেয়। মঙ্গলবার আবু ধাবিতে অনুষ্ঠিত নিলামের প্রাথমিক রাউন্ডে তিনি আনসোল্ড থাকলেও, এক্সেলারেটেড রাউন্ডে সিএসকে তাঁর জন্য দর তোলে।
সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন সরফরাজ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে তিনি ৭টি ইনিংসে ২০৩.০৮ স্ট্রাইক রেটে ৩২৯ রান করেন, যার মধ্যে রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান। সরফরাজ শেষবার আইপিএলে খেলেছিলেন ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে।
এদিকে পৃথ্বী শ তাঁর পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরে এলেন। সাত মরসুম ধরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং গত নিলামে তিনি বিক্রি হননি। এবছর দিল্লি ক্যাপিটালস তাঁকে তাঁর ৭৫ লক্ষ টাকার ভিত্তিমূল্যে দলে নিয়েছে। সরফরাজের মতোই মিনি নিলামের প্রাথমিক রাউন্ডে পৃথ্বীও আনসোল্ড ছিলেন, তবে এক্সেলারেটেড রাউন্ডে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement