অ্যাডিলেড: তৃতীয় অ্যাশেজ টেস্ট ম্যাচের উত্তেজনাপূর্ণ প্রথম দিনে অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে ইংল্যান্ডকে চাপে রাখে। বুধবার প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে।
ইংল্যান্ডের বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট নিলেও উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দুর্দান্ত শতরান স্বাগতিক দলকে সামলে দেয়। ক্যারি ১৪৩ বল খেলে ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৬ রান করেন। অসুস্থ স্টিভ স্মিথের পরিবর্তে দলে সুযোগ পাওয়া উসমান খাওয়াজাও গুরুত্বপূর্ণ ৮২ রানের ইনিংস খেলেন। তিনি ১২৬ বল খেলে ১০টি চার মারেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে জোফরা আর্চার সর্বাধিক সফল ছিলেন এবং তিনি ৩টি উইকেট নেন।
অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৩৩ রানের মধ্যেই ট্রাভিস হেড (১০) ও জেক ওয়েদারাল্ড (১৮) আউট হন।
এরপর খাওয়াজা মার্নাস লাবুশেনের (১৯) সঙ্গে জুটি গড়ে স্কোর ৯৪ রানে নিয়ে যান। এই স্কোরেই অস্ট্রেলিয়া লাবুশেন ও ক্যামেরন গ্রিনের উইকেট হারায়। আইপিএল নিলামে সদ্য ২৫.২০ কোটি টাকার চুক্তি পাওয়া গ্রিন এদিন শূন্য রানে আউট হন।
এরপর খাওয়াজা ও ক্যারি পঞ্চম উইকেটে ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। খাওয়াজা আউট হওয়ার পর ক্যারি জশ ইংলিসের সঙ্গে জুটি বেঁধে দলকে ২৪৪ রানে পৌঁছে দেন। ইংলিস করেন ৩২ রান।
দিনের শেষ সেশনে ক্যারি অধিনায়ক প্যাট কামিন্স (১৩) ও মিচেল স্টার্কের সঙ্গে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। প্রথম দিনের খেলা শেষে মিচেল স্টার্ক ৩৩ রানে অপরাজিত ছিলেন, আর নাথান লায়ন এখনও খাতা খুলতে পারেননি।











