কলকাতা: শহরে পথ চলা শুরু করল দেশের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কাবেরী গ্রুপ অফ হাসপাতালের অধীনস্ত নয়া তথ্যকেন্দ্র। শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতের মানুষের সহায়তায় এই নয়া তথ্যকেন্দ্র কাজ করবে। পার্ক সার্কাসের কাছে সৈয়দ আমীর আলী এভিনিউর নয়া এই কেন্দ্রটির উদ্বোধনে উপস্থিত ছিলেন কাবেরী হাসপাতালের বিশিষ্ট স্পাইন সার্জন ডাঃ বালামুরালি, ডাঃ দিলীপ চাঁদ রাজা, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পি মনোকার, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মনজুর কাদের এবং ডাঃ সাসমিতা ধার।










