মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে

IMG-20251208-WA0021

কোচবিহার: সোমবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টারে নামবেন তিনি। বিকেলে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন।6 প্রথমে শুধুমাত্র জনসভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনিক বৈঠকের6 সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার ছুটির দিনেও প্রশাসনিক মহলে ব্যাপক তোড়জোড় দেখা গিয়েছে।
মঙ্গলবার রাসমেলা মাঠে তৃণমূলের জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোমবার প্রশাসনিক বৈঠক শেষে সার্কিট হাউসেই তিনি রাত্রিযাপন করবেন। সূত্রের খবর, দলীয় নেতৃত্বদের নিয়ে রাতে তিনি একটি বৈঠক করতে পারেন। মুখ্যমন্ত্রী কোচবিহারে এলেই মদনমোহনবাড়িতে পুজো দেন। প্রশাসনের পাশাপাশি তৃণমূলের তরফেও সেই পুজোর যাবতীয় ব্যবস্থা করে রাখা হচ্ছে। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘কোচবিহারের লক্ষ লক্ষ6 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।6 আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত।’
মুখ্যমন্ত্রীর দু’দিনের কোচবিহার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রবিবার দুপুরে এবিএন শীল কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। রাসমেলা মাঠ, সার্কিট হাউস, রবীন্দ্রভবন, এবিএন শীল6 কলেজ সহ সংশ্লিষ্ট চত্বর মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত প্রচুর ব্যানার লাগানো হয়েছে। কলেজের সামনে বেশকিছু ভাঙা রাস্তায় তাপ্পি দিয়ে মেরামত করা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement