নয়াদিল্লি: দু’দিনের সফরে আজ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন সন্ধ্যায় তিনি দিল্লিতে পা রাখবেন। ২০২১ সালে শেষে ভারতে এসেছিলেন পুতিন। দীর্ঘ ৪ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ফের ভারতে আসছেন তিনি। আর এই বছরই রয়েছে ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী। সেই সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের ২৩তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনও।
পুতিনের জন্য প্রধানমন্ত্রী মোদি নিজের সরকারি বাসভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন। এদিন ভারতে পৌঁছেই সেখানে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার সকালে তাঁকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ত্রিপক্ষীয় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবেন। আর তারপরই হায়দরাবাদ হাউসে শুরু হবে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। মোদি ও পুতিনের এই বৈঠকে কোনও বড় ধরনের ঘোষণা বা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি দুই রাষ্ট্রনেতার আলোচনায় উঠে আসবে বলেই খবর।
সূত্রের খবর, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্বের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মোদি ও পুতিন। ২০৩০ সাল ভারত-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রে উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও খবর। পর্যটন ক্ষেত্রে সম্প্রসারণেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে দুই রাষ্ট্রনেতার বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে প্রতিরক্ষা। আরও উন্নত পর্যায়ের ব্রহ্মোস নিয়ে কথা বলতে পারেন তাঁরা। সেই সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর বাকি দু’টি রেজিমেন্ট সরবরাহের বিষয়ে স্পষ্টতা চাইবে ভারত। এর আগে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে রেজিমেন্ট ভারতে সরবরাহ হতে অনেকটাই বিলম্ব হয়েছিল। পাঁচটির মধ্যে তিনটি ভারতের কাছে হস্তান্তর হলেও বাকি দু’টি ২০২৬ সালের প্রথমের দিকেই আসার কথা রয়েছে। সেই সঙ্গে বাড়তি এস-৪০০ রেজিমেন্ট সরবরাহের প্রস্তাবও দিতে পারে রাশিয়া।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় পুতিনের জন্য একটি রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনটাই শোনা যাচ্ছে। আর তাতে যোগ দেওয়ার পরই মস্কোর উদ্দেশে রওনা দেবেন পুতিন। বর্তমান প্রেক্ষাপটে পুতিনের এবারের ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মোদির সঙ্গে বৈঠকে শেষ পর্যন্ত কোন বিষয়গুলি প্রাধান্য পায়, এখন সেটাই দেখার।










