বীরতামোদ: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, দারিদ্র্য দূর না হওয়া পর্যন্ত নারীর প্রতি সহিংসতা শেষ হবে না।
মঙ্গলবার মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের অভিযানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী কার্কি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে প্রথমে দারিদ্র্য দূর করতে হবে।
‘যতদিন দারিদ্র্য থাকবে ততদিন সমতা থাকবে না। যদি খাবার না থাকে, তাহলে ঘরে কী সমতা থাকবে?’ তিনি বলেন, ‘প্রথমে দারিদ্র্য দূর করতে হবে। কর্মসংস্থান তৈরি করতে হবে। নারীদেরও কর্মসংস্থান খুঁজে পেতে হবে। তবেই সহিংসতা শেষ হবে, সমতা আসবে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশে উদ্বেগজনক বেকারত্ব পরিস্থিতির কারণে নারীদের কর্মসংস্থানের সন্ধানে বিদেশে যেতে হচ্ছে, তিনি বলেন, ‘কর্মসংস্থানের সন্ধানে বিদেশে যেতে গিয়ে নারীরা সহিংসতার শিকার হয়েছেন। এর অবসান ঘটাতে হবে।’
তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হবে এবং দারিদ্র্য দূর করতে সুশাসন আনতে হবে। প্রধানমন্ত্রী কার্কি বলেন, সরকারে আসার পর থেকে তিনি নিয়োগে নারীদের অগ্রাধিকার দিয়েছেন। তবে তিনি বলেন, যদি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করা একজন পুরুষ প্রথম নম্বরে থাকেন, তাহলে কেবল নারীদের নিয়োগের কারণে তিনি সুযোগ থেকে বঞ্চিত হবেন না।
“আমি সরকারে আসার পর থেকে নিয়োগ দেওয়ার সময় নারীদের খুঁজছি। তবে, বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করা একজন পুরুষ যদি প্রথম নম্বরে থাকেন, তাহলে তাদের সুযোগ না দেওয়ার প্রশ্নই আসে না,” তিনি বলেন। “তবে, যেখানেই নারীদের সামনে আনা সম্ভব, আমরা সেখানে নারীদের নিয়ে এসেছি।”










